কোটা সংস্কার আন্দোলন

চট্টগ্রামে ৩০ মামলায় ৮৪৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরী থেকে ২৭ জন এবং বিভিন্ন উপজেলা থেকে ১৭ জন গ্রেফতার হয়েছে। এ নিয়ে বিভিন্ন মামলায় গত ১১ দিনে চট্টগ্রামে মোট ৮৪৭ জন গ্রেফতার হলেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরী থেকে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে চট্টগ্রাম নগরীর ১৯টি মামলায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে আকবরশাহ থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনকে আসামি করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় ১১টি মামলায় ৩৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন