টেকনাফে মাইন বিস্ফোরণে নিহত ১

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

ছবি : বণিক বার্তা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই রোহিঙ্গা। গতকাল রোববার (৭ জুলাই) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ জোবায়ের (১৮) টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ হামিদের ছেলে। আহতরা হলেন, লেদা ২৪ নম্বর ক্যাম্পের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জাবের ও ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। তারা পেশায় কাঁকড়া শিকারি। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ হামলা করেছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, নাফ নদীর জালিয়ার দ্বীপের আশপাশে কাঁকড়া শিকার করছিলেন তিনজন। এ সময় মিয়ানমার থেকে ছোঁড়া বোমার আঘাতে তিনজনই গুরুতর আহত হন। হাসপাতালে আনার সময় মোহাম্মদ জুবায়ের মারা যান। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় হামলার শিকার হয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান বলেন, নিহত জুবাইরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জাবেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন