সৃজনশীলতার মাধ্যমে মানবিকতার প্রসার ঘটাবে তরুণ প্রজন্ম— পলক

নিজস্ব প্রতিবেদক

ছবি— প্রেস বিজ্ঞপ্তি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সৃজনশীলতা ও উদ্ভাবনের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম মানুষের মধ্যে সংহতি, সহমর্মিতা ও মানবিকতার প্রসার ঘটাবে। শান্তি ও সংহতির বার্তা বহনকারী চলচ্চিত্র তরুণ প্রজন্মের মধ্যে মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রোববার (৭ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে শান্তি চলচ্চিত্র উৎসব-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উৎসবে প্রতিযোগিতার জন্য ১৭০টি ছবির জমা পড়ে। তার মধ্যে ২৫টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়। প্রতিমন্ত্রী পলক বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বহু জাতি-ধর্ম-গোষ্ঠী-লিঙ্গ-সম্প্রদায়ের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সাংবিধানিক ঘোষণা হচ্ছে সকল জাতিগোষ্ঠীর মানুষ সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে সমমর্যাদা ও অধিকার নিয়ে বাঁচবে, গড়ে উঠবে বৈষম্যহীন সমতাভিত্তিক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, স্মার্ট বাংলাদেশের চারটি পিলারের একটি হচ্ছে স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেনের দুটি বৈশিষ্ট্য। তার মধ্যে একটি, তাকে দক্ষ হতে হবে এবং অন্যটি হচ্ছে মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে হবে। মানবিক মূল্যবোধ কারো কাছে থাকলে তার মধ্যে থেকে আমরা শান্তি পেতে পারি। মানসিক, শারিরীক ও সামাজিক শান্তি মিলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনীম হক, এটুআইয়ের প্রোগ্রাম স্পেশালিস্ট (উদ্ভাবন) মানিক মাহমুদ এবং ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন