জানুয়ারি-জুন

দক্ষিণ কোরিয়ায় ফার্মা ও বায়োটেক রফতানি বেড়েছে ৫৫ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ওষুধ জৈব প্রযুক্তি খাতে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। গতকাল প্রকাশিত তথ্য থেকে জানা যায়, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশের বেশি রফতানি প্রবৃদ্ধি দেখা গেছে খাতটিতে। খবর কোরিয়া হেরাল্ড।

কোরিয়া ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োর প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, বছরের প্রথম ছয় মাসে দেশটি দশমিক ট্রিলিয়ন ওন বা ৩২৬ কোটি ডলারর মূল্যের ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি পণ্য রফতানি করেছে। ২০২৩ সালের একই সময়ে দেশটি দশমিক ট্রিলিয়ন ওনের ধরনের পণ্য রফতানি করেছিল।

ফার্মা ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, গত বছরের তুলনায় খাতে প্রবৃদ্ধির হার ৫৫ শতাংশ।

তবে উল্লিখিত সময়ের মধ্যে রফতানি চুক্তির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। অবশ্য চুক্তি ১২ থেকে - নেমে এলেও প্রতিটি চুক্তির আওতায় পণ্য সরবরাহের পরিমাণ বেড়েছে, যা আগের বছরের একই সময়ের রফতানি পণ্যের তুলনায় বেশি। বিষয়ে ফার্মা ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলতি জুনে স্বাক্ষরিত তিনটি চুক্তির প্রতিটির মূল্য ছিল ৫০ হাজার কোটি ওনের বেশি।

অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, বছরের প্রথমার্ধে ফার্মা বায়োটেক খাতে রফতানি যেভাবে বেড়েছে তা অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়া ২০২৪ সালের মোট ট্রিলিয়ন ওনের সংশ্লিষ্ট পণ্য রফতানি করবে।

পরিসংখ্যান উল্লেখ করে ফার্মা অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, ‘রফতানি বাড়ার মানে হলো দেশের ফার্মাসিউটিক্যাল বায়োফার্মাসিউটিক্যাল প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন