ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যার সমাধান হবে

নিজস্ব প্রতিবেদক

ছবি: (পিআইডি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেহেতু ভারতের কাছে আমাদের তিস্তার পানির দাবিটা অনেক দিনের, সে ক্ষেত্রে ভারত যদি আমাদের তিস্তা প্রকল্পটি করে দেয়, তবে আমাদের সব সমস্যারই সমাধান হয়ে যায়।’

প্রধানমন্ত্রী গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। নিজের সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান; এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা তিস্তা প্রকল্প নিয়েছি। প্রকল্প বাস্তবায়নের জন্য চীন ও ভারত আলাদা প্রস্তাব দিয়েছে। আমাদের দেশের জনগণের জন্য যে প্রস্তাব অধিক লাভজনক ও উপযোগী হবে, সেটাই আমরা গ্রহণ করব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কোন প্রস্তাবটা গ্রহণ করলে কতটুকু ঋণ নিতে হবে, কতটুকু পরিশোধ করতে হবে, কতটুকু দিতে পারব—এসব বিবেচনা করেই তো আমাদের পরিকল্পনা নিতে হবে। সে ক্ষেত্রে ভারত যেহেতু বলেছে তারা করতে চায় এবং টেকনিক্যাল গ্রুপ বানাবে, তারা অবশ্যই আসবে। আমরা যৌথভাবে সেটা দেখব। চীন একটা সম্ভাব্যতা যাচাই করেছে; ভারতও একটা করবে। আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও লাভজনক মনে হবে, আমরা সেটাই করব।’

দেশের ব্যাংক খাতের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যাংকে যারা আমানত রাখেন, তাদের আমানত রক্ষা করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তার পরও কিছু মানুষ তো লোভী হয়ে যায়; লোভ এত বেড়ে যায় যে টাকা-পয়সা দেশ ছেড়ে বিদেশে রাখতে গিয়ে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেলল যে শেষে আর দেশেই থাকা যায় না। এটা তো মানুষ চিন্তা করে না; নেশার মতো হয়ে যায়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন