তিন জেলায় ভুল চিকিৎসার অভিযোগ

প্রসূতি, নবজাতক ও কিশোরীর মৃত্যু; আরেক শিশু হাসপাতালে

বণিক বার্তা ডেস্ক

ফরিদপুর সদরের বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে ছবি: নিজস্ব আলোকচিত্রী

যশোর, কুমিল্লা ফরিদপুরে অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় প্রসূতি, নবজাতক কিশোরীর মৃত্যু এবং আরেক নবজাতক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর: সদর উপজেলার রূপদিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অনিবন্ধিত ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক প্রসূতি নবজাতকের মৃত্যু হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা ক্লিনিকে ভাংচুর চালিয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনায় ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভাংচুরের ঘটনা ঘটে। স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিহির মন্ডল বলেন, ‘পরিবার যেহেতু ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করছে, সেহেতু লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

কুমিল্লা: নগরীতে এক কিশোরীর মৃত্যুর পর অ্যানেস্থেশিয়া বেশি দেয়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে নগরীর ঝাউতলায় হেলথ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতালে ঘটনা ঘটে। মৃত রোগী মীম আক্তার (১৫) ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া কৃষ্ণপুরের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে কংশনগর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী। কুমিল্লা মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

ফরিদপুর: সদরের বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারে চিকিৎসকের বিরুদ্ধে ভুলের অভিযোগ উঠেছে। আশঙ্ক জনক অবস্থায় নবজাতককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অস্ত্রোপচার করার সময় বাচ্চার পেট কেটে ফেলার অভিযোগ ওঠে গাইনি চিকিৎসক শিরিন আক্তারের বিরুদ্ধে। ডা. শিরিন আক্তার বলেন, ‘বাচ্চাটির নাড়ি পেঁচিয়ে গিয়েছিল, সেটি কাটতে গিয়েই ঘটনা ঘটে থাকতে পারে। সৌদি বাংলা প্রা. হাসপাতালের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম লিখন বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার বলেন, ‘অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন