সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, বাগেরহাট ও বরগুনায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: জেলার কাহালুতে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় উপজেলার বিবিরপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুন রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) এবং কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।

পুলিশ জানায়, রত্না বেগম ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে তিনি তার খালাকে বাসে উঠিয়ে দিতে স্থানীয় বাসস্ট্যান্ড বিবিরপুকুর বাজারে যান। এ সময় প্রতিবেশী সৈকতের সঙ্গে আলাপ করছিলেন রত্না। এক পর্যায়ে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, পুলিশ যাওয়ার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তারা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।

নাটোর: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া এবং লালপুরের তিলকপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর শহরের খসরু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী এবং অন্যজন লালপুর উপজেলার তিলকপুরের রণজিৎ মোল্লার ছেলে আব্দুল হান্নান।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর-বগুড়া মহাসড়কের উত্তরা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল নিয়ে মজনু চৌধুরী ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুরে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল হান্নান নামে এক বৃদ্ধ নিহত হন। এ সময় মাইক্রোবাসচালককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ: জেলা সদরে ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, নিহত বৃদ্ধের পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। তাতে নাম লেখা মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনো পাওয়া যায়নি।

গাইবান্ধা: জেলার সাদুল্যাপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ছাকা মিয়া (৪০) নামে আরেক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জাল্লাদুর মোড়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাকা মিয়া ওই ইউনিয়নের জামুডাঙ্গা (লালবাজার) গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে। দামোদরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর : বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশিদ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য মোটরসাইকেলচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার জোতবানি ইউনিয়নের তিলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার জোতবানি ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোনের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন হারুন। এ সময় তিলনা মোড়ে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। হারুন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশিদ নামে একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট: ফকিরহাটে বাসের ধাক্কায় জামির আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে আরা পাম্পের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামির আলী ঘটনাস্থলে মারা যান। তিনি খোদেজা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

বরগুনা: তালতলীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় নুরু জোমাদ্দার (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মালিপাড়া থানা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নরু জোমাদ্দার একই এলাকার মৃত সুলতান জোমাদ্দারের ছেলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন