মেট সেভেনটি সিরিজে থাকবে হারমনিওএস নেক্সট

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা

চলতি বছরের চতুর্থ প্রান্তিকে মেট সেভেনটি সিরিজ বাজারজাতের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। সে হিসাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় এ সিরিজের ডিভাইসগুলো প্রকাশ্যে আসতে পারে। খবর গিজমোচায়না।

হুয়াওয়ের কনজিউমার বিজনেস চেয়ারম্যান ইউ চেংডং এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন সিরিজের ডিভাইসে হারমনিওএস নেক্সটের হালনাগাদ ভার্সন থাকতে পারে।

এইচডিসি ডেভেলপার সম্মেলনে হারমনিওএস নেক্সট উন্মোচন করেছে হুয়াওয়ে। তবে অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টের (এওএসপি) তুলনায় এটি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ হুয়াওয়ের যেসব ডিভাইসে হারমনিওএস থাকবে সেগুলোয় সাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে না।

কোম্পানির তথ্যানুযায়ী, মেট সেভেনটি সিরিজে প্রথম হারমনিওএসের স্ট্যাবল ভার্সন ব্যবহার করা হতে পারে। এটি উন্মোচনের পাশাপাশি চীনের প্রযুক্তি কোম্পানিটি বর্তমানে অন্যান্য ডিভাইসের জন্য বড় ধরনের সফটওয়্যার আপডেট চালুর কথা ভাবছে। মেট সিক্সটি সিরিজসহ আরো কিছু ডিভাইসে ওএসের বেটা পরীক্ষাও শুরু করেছে কোম্পানিটি।

মেট সেভেনটি সিরিজে কয়টি ডিভাইস থাকবে বা এগুলোর বৈশিষ্ট্য কী, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, সেভেনটি সিরিজের প্রো মডেলে ট্রিপল পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন ব্যবহার করা হতে পারে।

আগের ডিভাইস পর্যালোচনা করলে মেট সিক্সটি প্রোতে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা, একটি থ্রিডি টিওএফসহ আরো কিছু সেন্সর রয়েছে। মেট সেভেনটি প্রোতেও অনুরূপ ফিচার থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন