৮৪ ট্রিলিয়ন ডলার হস্তান্তরের প্রধান সুবিধাভোগী জেন এক্স

বণিক বার্তা ডেস্ক

বেবি বুমার্স হিসেবে পরিচিত ১৯৪৬-৬৪ সালে জন্ম নেয়া প্রজন্ম আগামী এক দশকে বড় অংকের সম্পদ উত্তরাধিকারীদের কাছে স্থানান্তর করবেন। ৮৪ ট্রিলিয়ন ডলারের এ সম্পদের বেশির ভাগের মালিকানা যাবে ১৯৬৫-৮০ সালের মাঝে জন্ম নেয়া জেনারেশন এক্সের হাতে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর সিএনবিসি।

আগামী ১০ বছরে ৮৪ ট্রিলিয়ন ডলারের এ সম্পদ হস্তান্তর ‘গ্রেট ওয়েলথ ট্রান্সফার’ নামে পরিচিত। এতদিন ভাবা হতো এসব সম্পদের বড় সুবিধাভোগী হবে মিলেনিয়াল (১৯৮১-৯৬) ও জেন জি (১৯৯৭-২০১২)। তবে গবেষণা সংস্থা ওয়েলথ এক্স বলছে, সম্পদ হস্তান্তরের কাছাকাছি মেয়াদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে জেন জি।

উত্তর আমেরিকায় পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ৫০ লাখ ডলার বা তার বেশি মূল্যের সম্পদ প্রাপ্তিতে এগিয়ে থাকা গড় বয়স হলো ৪৬ বছর। ওয়েলথ এক্সের জরিপ জেনারেশন এক্সের উল্লেখযোগ্য সম্পদ অর্জনের এ সম্ভাবনাকে তুলে ধরেছে।

সেখানে আরো বলা হয়, তিন কোটি বা তার বেশি মূল্যের সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়ার আশা করছেন এমন ব্যক্তিদের গড় বয়স ৪৬ বছর ৬ মাস।

জেন এক্সের সদস্যদের বর্তমান বয়স ৪৪-৫৯ বছরের মধ্যে এবং মিলেনিয়ালদের বয়স ২৮-৪৩ বছরের মধ্যে বলে গবেষণায় সংজ্ঞায়িত করা হয়েছে।

সম্পদ স্থানান্তরবিষয়ক আলোচনাগুলো এতদিন জেনারেশন এক্সকে উপেক্ষা করা হয়ে আসছিল। এ কারণে সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ও ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলো ২০ ও ৩০ বছরের কোটায় থাকা গ্রাহকের ওপর মনোযোগ রাখছিল। কারণ তারা উত্তরাধিকার সূত্রে ট্রিলিয়ন ডলারের সম্পদ প্রাপ্তির অপেক্ষায়।

অ্যালায়েন্ট ক্রেডিট ইউনিয়নের দেয়া তথ্যানুযায়ী, মিলেনিয়াল জেনারেশনের অর্ধেকেরও বেশি ব্যক্তি প্রায় সাড়ে ৩ লাখ ডলার উত্তরাধিকার সম্পদ প্রাপ্তির অপেক্ষায়।

তবে সম্পদ ব্যবস্থাপনা সংস্থা, বিলাসীপণ্য বিক্রেতা ও রিয়েল এস্টেট সংস্থাগুলোকে পরবর্তী প্রজন্মের পাশাপাশি জেনারেশন এক্সের দিকেও মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছে ওয়েলথ এক্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে মিডিয়ায় প্রচারিত তথ্যে মিলেনিয়াল ও জেনারেশন জিকে সম্পদের উত্তরাধিকার হিসেবে দেখালেও এগিয়ে রয়েছে জেনারেশন এক্স। তারাই আগে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হবেন। মিলেনিয়াল বা জেনারেশন জি নাতি হিসেবে সম্পদ লাভ করবেন, যা সন্তান হিসেবে পাওয়ার চেয়ে কম গুরুত্বপূর্ণ।

আগামী ১০ বছরে ৫০ লাখ ডলার বা তার বেশি সম্পত্তির মালিক হবেন প্রায় ১২ লাখ ব্যক্তি। তাদের সামগ্রিক সম্পদের মূল্য হবে ৩১ ট্রিলিয়ন ডলারের বেশি। এ অর্থের প্রায় ৬৪ শতাংশ আসবে অতিধনী ব্যক্তিদের কাছ থেকে, যাদের সম্পদের পরিমাণ ৩ কোটি ডলারের বেশি হবে। অর্থাৎ প্রায় ২০ ট্রিলিয়ন ডলার উত্তরাধিকার সূত্রে পাওয়া যাবে মাত্র ১ লাখ ৫৫ হাজার অতিধনী ব্যক্তির কাছ থেকে।

ওয়েলথ এক্সের গবেষণা বলছে, ১০ কোটি ডলার বা তার বেশি সম্পদের মালিকানা থাকা অতিধনীদের উত্তরাধিকাররা পাবেন ১৫ ট্রিলিয়ন ডলার। সম্পদ হস্তান্তরের বিলিয়নিয়ারদের অবদান হবে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার।

সমীক্ষা অনুযায়ী, উত্তরাধিকারীদের নতুন প্রজন্মের মাঝে পূর্ববর্তীদের তুলনায় ভিন্ন মূল্যবোধ ও বিচক্ষণতা থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন