সম্পাদক পরিষদ ও নোয়াবের বাজেটবিষয়ক আলোচনায় ওয়াহিদউদ্দিন মাহমুদ

ক্ষমতার রাজনীতির বাইরে রাখতে হবে কিছু খাতকে

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আর্থিক খাত সবচেয়ে সংবেদনশীল। অথচ এ খাত সবচেয়ে অরক্ষিত অবস্থায় রয়েছে। অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে চরম ঝুঁকিতে পড়েছে ব্যাংক খাত। অনুগত গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুযোগ-সুবিধা দেয়া হয়েছে, যার সঙ্গে ক্ষমতার রাজনীতি সম্পৃক্ত। এ ধরনের পরিস্থিতিতে অর্থনৈতিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে, বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং সৎ উদ্যোক্তারা নিরুৎসাহিত হন। সুতরাং পরিস্থিতির উত্তরণ ঘটাতে হলে আর্থিক খাতসহ কিছু সংবেদনশীল খাতকে ক্ষমতার রাজনীতি থেকে দূরে রাখতে হবে।’

গতকাল রাজধানীতে নিউজপেপার ওনারস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সময়মতো সঠিক পদক্ষেপের অভাবে মূল্যস্ফীতি আমাদের ওপর গেড়ে বসেছে। দীর্ঘদিনের ভুল নীতির কারণে মৌলিক অনেক দুর্বলতা সামনে চলে এসেছে। মৌলিক পরিবর্তন না আনলে এসব সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।’

এ অর্থনীতিবিদ বলেন, ‘প্রশাসনের সর্বস্তরে অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারি ব্যয়ে প্রচুর অর্থ অপচয় হয়েছে। অর্থনীতিতে আস্থার পরিবেশ তৈরি হয়নি। অবাধে কালো টাকা তৈরি হচ্ছে এবং অর্থ পাচার হচ্ছে। দেশ একটি নৈতিকতাহীন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে। এবারের বাজেটে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে। তবে স্মার্ট মানুষ যদি নীতিহীন হয়, তা আরো ভয়ংকর হতে পারে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি মনে করি, আমাদের অর্থনীতিতে অনৈতিকতার বিষয়ে আরো অনেক ব্যাপক পরিসরে আলোচনা করা দরকার।’ তিনি বলেন, ‘সিংহভাগ দুর্নীতিবাজ উচ্চ বিত্ত যখন সরকারের কর ঠিকমতো পরিশোধ করে না, তখন কিছু সৎ করদাতার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিলে তারাও আর সৎ থাকে না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন