গণমুখী বাজেট দেয়ায় প্রধানমন্ত্রীকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবভিত্তিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন নেতারা। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ মতামত ব্যক্ত করেন। এ সময় তারা বিড়ির অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো বিড়ির ওপর বৈষম্যমূলক অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, মজুরি বাড়ানো, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা এবং বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের ১০ শলাকার প্রতি প্যাকেট সিগারেটের দাম ৪৫-৬৫ টাকা বাড়ানো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন বলেন, ‘বর্তমানে নিম্নস্তরের সিগারেটের ভোক্তা ৭৫-৮০ শতাংশ। নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৪৫ থেকে ৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা খুবই সামান্য। বাজেটে নিম্নস্তরের সিগারেটের মূল্যস্তর ৪৫-৬০ টাকা এবং সম্পূরক শুল্ক ৫৮-৬৫ শতাংশ বাড়ানো হলে প্রতি বছর অতিরিক্ত ৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন