মে মাসে জলপথে ৫৯ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে ইউক্রেন

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

জলপথ ব্যবহার করে মে মাসে মোট ৫৯ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে ইউক্রেন। এর মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ৫১ লাখ টন দানিউব নদী দিয়ে আট লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে। বুধবার রফতানিবিষয়ক পরিসংখ্যান প্রকাশকারী প্রতিষ্ঠান স্পাইক ব্রোকারস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

একই দিনে পৃথক এক বিবৃতিতে ইউজিএ ট্রেডার্স ইউনিয়ন জানায়, মে মাসে ইউক্রেন সমুদ্র স্থলপথ ব্যবহার করে বিশ্বব্যাপী মোট ৩৬ লাখ টন ভুট্টা, ১৬ লাখ ৫০ হাজার টন গম, লাখ ২৪ হাজার টন সূর্যমুখী তেল, লাখ হাজার টন যব লাখ হাজার টন সয়াবিন রফতানি করেছে। এর আগে গত মাসে ইউজিএ জানিয়েছিল, এপ্রিলে ইউক্রেন সমুদ্রপথ ব্যবহার করে মোট ৬৪ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন