আড্ডা ও গল্পে ফেরদৌস-সুজাতা

ফিচার প্রতিবেদক

সুজাতার সঙ্গে ফেরদৌস

বাংলাদেশের সিনেমার ‘রূপবান কন্যা’ হিসেবে খ্যাত নায়িকা সুজাতা। এ দেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা তিনি। এখনো গল্প ভালো হলে মনের মতো চরিত্র পেলে সিনেমা ও নাটকে অভিনয় করেন সুজাতা। ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’-এর একজন সম্মানীত সদস্য হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি অভিনেতা ফেরদৌস আহমেদের নিমন্ত্রণে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত তার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন সুজাতা। তাদের গল্প, আড্ডায় উঠে এসেছিল সোনালি দিনের সিনেমার গল্প ও এর বর্তমান চিত্র।

এ আড্ডা ও ফেরদৌস আহমেদকে নিয়ে সুজাতা আজিম বলেন, ‘ফেরদৌস আমার অত্যন্ত স্নেহভাজন। ফেরদৌস যেমন শিক্ষিত, ভদ্র, সদালাপী, বিনয়ী ও হাস্যোজ্জ্বল ঠিক তেমনি ভীষণ ভালো মনের একজন মানুষ। জনগণের ভালোবাসায় ফেরদৌস আজ জনগণেরই প্রতিনিধিত্ব করছে। আগামী নিয়ে ফেরদৌসের চিন্তাভাবনা ও পরিকল্পনা আমাকে মুগ্ধ করে।’

তবে বিষয়টা এমন নয় যে কেবল রাজনীতি নিয়েই সুজাতা এমন মনে করেন। ফেরদৌসের সিনেমা ভাবনা নিয়েও তিনি প্রশংসা করেন। এ নিয়ে বলেন, ‘শুধুই রাজনীতি নিয়ে যে তার চিন্তাভাবনা, এমনটি নয়। চলচ্চিত্র নিয়েও তার ভাবনা, পরিকল্পনা আমাকে মুগ্ধ করে। আমি যতটুকু সময় তার রাজনৈতিক কার্যালয়ে ছিলাম, আমাকে অনেক অনেক সম্মান দিয়েছে।’

সিনেমার হিসেবে ফেরদৌস আহমেদ সুজাতার অনুজ। তার প্রতি সুজাতার স্নেহ ও আশীর্বাদ ফুটে উঠেছে কথায়। তিনি বলেন, ‘ফেরদৌসের কাজে আমি ভীষণ সন্তুষ্ট। আমি আশীর্বাদ করি সে আগামীতে আরো সাফল্য পাক। মানুষের ভালোবাসায় তার চলার পথ আরো সমৃদ্ধ হোক। ফুলের সৌরভ ছড়াক তার চলার পথে।’ 

ফেরদৌস আহমেদও তার অগ্রজ অভিনেত্রীকে সম্মান করেন। সে সম্মান ধ্বনিত হয় তার কথায়। তিনি বলেন, ‘শ্রদ্ধেয় সুজাতা আপা আমাদের চলচ্চিত্রের গর্ব, চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা। যাদের দেখানো পথে আমরা পথ চলেছি, হেঁটেছি, নিজেদের জীবনকে সৃমদ্ধ করেছি তাদের মধ্যে অন্যতম একজন শ্রদ্ধেয় সুজাতা আপা।’ 

নিমন্ত্রণ রক্ষা করেছেন সুজাতা, এতে ফেরদৌস দারুণ খুশি। এ নিয়ে অভিনেতা বলেন, ‘তিনি আমার অফিসে এসেছিলেন, এটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের একটি বিষয়।’ 

বাংলাদেশের চলচ্চিত্রে এ দুই অভিনেতা-অভিনেত্রীর বেশ অবদান আছে। এ দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে একজন সুজাতার বেশ ভূমিকা রয়েছে। বেশকিছু দর্শকপ্রিয় ও সেকালের বক্স অফিসে ভালো আয় করা সিনেমায় অভিনয় করেছেন সুজাতা। কেবল ব্যবসায়িক নয়, অন্যান্য সিনেমায়ও তার ছিল সরব উপস্থিতি। অভিনয়ে সুজাতার সিনেমা ও সুজাতার অভিনয় থেকে অনেক কিছুই শিখেছেন ফেরদৌস। তাই এ সাক্ষাৎ তার জন্য বিশেষ হয়ে উঠেছিল। ফেরদৌসও দর্শকপ্রিয় বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এখনো অভিনয় করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি অভিনয়েও সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন