আগস্টে মুক্তি পাচ্ছে না পুষ্পা, যা বলেছেন নির্মাতা

বণিক বার্তা ডেস্ক

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ছবি।

বলিউডের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘পুষ্পা’। এ বছরের আগস্টের ১৪ তারিখ পুষ্পা ২ মুক্তির কথা থাকলেও মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কবে মুক্তি পাবে সে বিষয়েও কিছু নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা।

টাইমস অব ইন্ডিয়ার দেয়া তথ্যমতে, সিনেমার বেশকিছু কাজ এখনো বাকি রয়েছে। যেগুলো শেষ হতে আরো অনেক সময় লাগবে। এরপর সিনেমাটি থেকে এর প্রধান ভিডিও সম্পাদক শ্রীনিবাস সরে গিয়েছেন। যা নিয়েও বিপাকে পড়েছেন নির্মাতা। তাই শেষ মুহূর্তে ভিডিও এডিটিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে নবীন নুলিকে। সবকিছু মিলিয়ে পরিচালক সুকুমার তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তির পক্ষে নয়।

নির্মাতা জানান, পুষ্পা ২ মুক্তির নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে সবাইকে পরে জানিয়ে দেয়া হবে।

সুকুমারের পরিচালনায় সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জগদীশ প্রতাপ বান্দারি, সুনীল, রাও রমেশ, ধনঞ্জয়, শ্রীতেজ, শানমুখ, পাবনি করণম, মাইম গোপী ও দয়ানন্দ রেড্ডিকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন