পাসপোর্ট অফিসের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান তার স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার (২৩ জুন) চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল।

মামলার এজাহারে বলা হয়, দুদক থেকে মোস্তফা কামাল খান তার স্ত্রী হাওয়ানুর আক্তারের কাছে সম্পদ বিবরণী জানতে চাওয়া হয়। ২০২১ সালের জানুয়ারি তারা সম্পদ বিবরণী জমা দেন। মোস্তফা কামাল লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য দেন। এছাড়া ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(), ২৭() ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর () ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

মামলায় আরো অভিযোগ আনা হয়, পরস্পর যোগসাজশে সম্পদ বিবরণীতে হাওয়ানুর আক্তার ৩২ লাখ ২৪ হাজার ৮০২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য দেন। তিনি ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন। যা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(), ২৭() ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন