বাংলাদেশকে ১১৬ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

বণিক বার্তা অনলাইন

সংগৃহীত
Default Image

টসে হেরে নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ-রিশাদরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই রশিদ খানদের চাপে রাখতে পেরেছে। তাতে আফগানদের ৫ উইকেটে ১১৫ রানে থামাতে পেরেছে বাংলাদেশ দল।  তাতে পুরো ২০ ওভার ব্যাটিং করেও ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা। 

বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ১২.১ ওভারের মধ্যে এই লক্ষ্য তাড়া করে জিততে হবে। স্কোর লেভেল করে যদি চার মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৩ ওভার। কিংবা স্কোর লেভেল করে যদি ছক্কা মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৫ ওভার।

এদিন শুরুতে আফগানিস্তানের ব্যাটারদের উইকেট নিতে না পারলেও রানের গতি ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। চাপের মধ্যে রেখে ৫৯ রানে ভাঙেন উদ্বোধনী জুটি।  উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মোস্তাফিজুর রহমান। আউট হলেন আজমতউল্লাহ ওমরজাই।

এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এবার আরও বেশি বিধ্বংসী হলেন রিশাদ হোসেন।  এক ওভারেই নিলেন ২ উইকেট। ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হলো আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ২৬ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন