স্পিলবার্গের ঝুলিতে নতুন জাদু

ফিচার ডেস্ক

ছবি: ভ্যারাইটি

নতুন সিনেমা নিয়ে কাজ করছেন হলিউডের সফল নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৫ মে। তবে এখন পর্যন্ত এর নাম প্রকাশ করা হয়নি। সম্প্রতি ইউনিভার্সাল পিকচার্সের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে স্পিলবার্গের পরিচালনায় ইভেন্ট ফিল্ম নির্মাণের। তারও আগে বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে জানানো হয়, স্পিলবার্গ ইউএফওর (আনআইডেনটিফায়েড ফ্লাইং অবজেক্ট) ওপর ভিত্তি করে একটা প্রকল্পে কাজ করছেন বর্তমানে। সিনেমায় তার সঙ্গে যুক্ত হয়েছেন ডেভিড কোয়েপ। এর আগেজুরাসিক পার্ক, ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল সিনেমার স্ক্রিপ্ট লেখার সময়ও স্পিলবার্গকে সঙ্গ দিয়েছেন তিনি। এদিকে প্রযোজক হিসেবে থাকবেন ক্রিস্টি ম্যাকোস্কো ক্রিগার।

হলিউডের দুনিয়ায় খোঁজখবর রাখেন, এমন কারো সঙ্গেই স্পিলবার্গকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তিনি হলিউডের সবচেয়ে ব্যবসাসফল পরিচালকদের মধ্যে একজন। এর আগেজস, ‘.টি. দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল, ‘ইন্ডিয়ানা জোনস জুরাসিক পার্ক দিয়ে তিনি তার মুনশিয়ানার প্রমাণ দিয়েছেন। জিতেছেন অস্কার তিনবার।শিন্ডলার লিস্ট সেভিং প্রাইভেট রায়ান প্রবেশ করেছে কালজয়ী সিনেমার তালিকায়। সম্প্রতি স্পিলবার্গদ্য ফেবলম্যানস নির্মাণ করে আলোচনায় আসেন। যদিওফেবলম্যানস কয়েকটা ক্যাটাগরিতে অস্কার জিতলেও বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী দাপট দেখাতে পারেনি। দ্য ফেবলম্যানসের আগে স্পিলবার্গের সিনেমা ছিলওয়েস্ট সাইড স্টোরি সিনেমাটি পর্দায় আসার সঙ্গে সঙ্গেই কভিড মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ওই সিনেমা নিয়ে খুব বেশি কৌতূহলও আসেনি আর। বর্তমানে প্রেক্ষাগৃহগুলো নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে। সে সুযোগ লুফে নিয়ে হলিউডের সম্রাট স্পিলবার্গ সম্ভবত তার মুকুট ফিরিয়ে নিতে চান।

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন