বেনজীরের আরো ১১৩ দলিলের সম্পদ ও চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা (ফাইল ছবি)

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা আরো ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৬ মে) ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। যার মধ্যে ছিল তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি। একইসঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) অবরুদ্ধ ফ্রিজের আদেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বণিক বার্তাকে বলেন, দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য আবেদন করে দুদক। এ আবেদনে সন্তুষ্ট হয়ে আদালত তার সম্পত্তি জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেন। জব্দকালীন এ সময়ে কোনো সম্পত্তি ট্রান্সফার করা যাবে না। সেই সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে টাকাও উত্তোলন করা যাবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন