দিল্লিতে শিশু হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

এএনআইয়ের ছবি। —হিন্দুস্তান টাইমসে প্রকাশিত।

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ৭ নবজাতকের মৃত্যুর খবর দিয়েছে সংবাদমাধ্যম মিন্ট। শনিবার (২৫ মে) গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দিল্লির ফায়ার সার্ভিসের বরাতে সংবাদমাধ্যম বলছে, রাত সাড়ে ১১টার দিকে দিল্লির বিবেক বিহার এলাকার ওই হাসপাতালে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্মকর্তারা জানান, হাসপাতালটি থেকে ১২ শিশুকে উদ্ধার করে অন্য একটি হাসপাতালে নেয়া হয়। ওই ১২ জনের মধ্যে ৭ জন মারা যায়। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

তবে হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানতে পারেনি সংশ্লিষ্টরা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন