পাঁচ মাস পর প্রকাশ্যে প্রিন্সেস অব ওয়েলস

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন পাঁচ মাসের মধ্যে প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। গতকাল শনিবার (১৫ জুন) রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন কেট। 

মাস পাঁচেক আগে যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেটের ক্যানসারে আক্রান্ত হওয়া ও অস্ত্রোপচারের খবর জানানো হয়। বলা হয়, চিকিৎসায় কেটের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।

মধ্য লন্ডনে আয়োজিত এ বার্ষিক সামরিক কুচকাওয়াজে ঘোড়ার গাড়ি চড়ে তিন সন্তানকে সঙ্গে নিয়ে যোগ দেন কেট মিডলটন। 

রাজা চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলাসহ রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কেটও বাকিংহাম প্রাসাদের ঝুলবারান্দায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে হাত নাড়েন।

শুক্রবার (১৪ জুন) প্রকাশিত একটি বিবৃতিতে প্রিন্সেস অব ওয়েলস জানান,  তিনি এখনো শঙ্কামুক্ত নন। ভালো খারাপ মিলিয়েই তার দিন কাটছ। তবুও পরিবারের সঙ্গে সপ্তাহান্তে রাজার জন্মদিনের প্যারেডে অংশ নেয়ার জন্য উন্মুখ হয়ে ছিলেন বলেও জানান তিনি।

তবে এ বছর কেট রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মঞ্চে ছিলেন না কেট। বাচ্চাদের সঙ্গে নিয়ে  বারান্দা থেকে অনুষ্ঠানটি উপভোগ করেছেন তিনি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন