গাজায় যুদ্ধের তীব্রতা কমবে, তবে ইতি ঘটবে না : নেতানিয়াহু

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ের তীব্রতা প্রায় শেষের দিকে। তবে যতদিন সেখানে হামাসের নিয়ন্ত্রণ থাকবে, ততদিন যুদ্ধ শেষ হবে না। রোববার (২৩ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ফোরটিন’-এ দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। খবর রয়টার্স।


নেতানিয়াহু জানান, গাজায় যুদ্ধের তীব্রতা শেষ হলে উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে ইসরায়েল আরো সেনা মোতায়েন করতে সক্ষম হবে। সেখানে ইরান সমর্থিত হেজবুল্লাহর সঙ্গে লড়াই করছে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন, ‘আমাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো আত্মরক্ষা। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আমাদের বাসিন্দাদের তাদের বসতভিটায় নিরাপদে ফিরিয়ে নেয়া। আমরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেটা করার চেষ্টা করব। কূটনৈতিকভাবে সম্ভব না হলে তখন আমরা অন্য উপায়ে সেটা করব। কিন্তু আমরা তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করব।’


উল্লেখ্য, লড়াইয়ের সময় লেবানন সীমান্তবর্তী শহরগুলো থেকে অনেক ইসরায়েলিকে সরিয়ে নেয় নেতানিয়াহু সরকার।     


গাজা উপত্যকায় কবে নাগাদ লড়াইয়ের তীব্রতা কমে আসবে, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘খুব শিগগিরই’। তবে সেখানে ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে। তিনি বলেন, ‘আমি যুদ্ধের ইতি টানতে এবং হামাসকে সহজে ছেড়ে দিতে চাই না।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন