অতীত স্মরণ করতে পারে যে পাখি

ছবি : বণিক বার্তা

গতকাল কী খেয়েছে, কার সঙ্গে ছিল অথবা কোথায় ছিল এসব মনে রাখা মানুষের জন্য সহজ। নতুন এক গবেষণা বলছে এ ‘মেন্টাল টাইম ট্রাভেল’-এর সক্ষমতা রয়েছে ইউরেশিয়ান জেইস নামের পাখিরও। গবেষক জেমস ডেভিসের নেতৃত্বাধীন এ গবেষণা প্রকাশ হয়েছে প্লস ওয়ান জার্নালে। গবেষণা বলছে, এপিসোডিক মেমোরি মনে রাখার ক্ষেত্রে মানুষের সঙ্গে ইউরেশিয়ান জেইসের তুলনা হতে পারে। এ স্মৃতি ভাষাগত স্মৃতির চেয়ে ভিন্ন। এ গবেষণা ভবিষ্যতে অ্যালঝেইমার রোগে স্মৃতিশক্তি হারানো রোগীদের এপিসোডিক মেমোরি ফিরে পেতে সহায়ক হতে পারে। সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন