কানে বাজিমাত বাঙালি কন্যা অনুসূয়ার

ফিচার ডেস্ক

পরিচালক কনস্টানটিন বোজানভের সঙ্গে অনুসূয়া সেনগুপ্ত ছবি: মানি কন্ট্রােল

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আঁ সাঁর্তে রিগা। উৎসবের ৭৭তম আসরে বিভাগটিতে চমক হাজির করলেন বাঙালি অভিনেত্রী অনুসূয়া সেনগুপ্ত। প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। অফিশিয়াল মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল কনস্টানটিন বোজানভ পরিচালিত সিনেমা ‘দ্য শেমলেস’। ছবিতে ‘রেনুকা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে চীনের গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’। সৌদি আরবের ‘নোরাহ’ পেয়েছে স্পেশাল মেনশন। দক্ষিণ ফ্রান্সে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ‘ব্ল্যাক ডগ’ ছবির গল্প নির্মাণ হয়েছে জেল থেকে মুক্তি পাওয়া ল্যাংকে কেন্দ্র করে। মুক্তির পর ল্যাং উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমির প্রান্তে নিজের শহরে ফিরে আসে। সেখানে শহর পরিষ্কারের কাজ করার সময় একটি কালো কুকুরের সঙ্গে অন্য রকম সংযোগ গড়ে ওঠে তার। উভয়ে একাকী। শুরু হয় একসঙ্গে নতুন যাত্রা। 

শুক্রবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন এবারের আঁ সাঁর্তে রিগা বিভাগের প্রধান বিচারক কানাডিয়ান পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক জেভি দোলান। তার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করেছেন মরক্কোর পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক আজমেই এল মুদির, ফরাসি-সেনেগালিজ চিত্রনাট্যকার ও পরিচালক মাইমুনা দুকুরে, জার্মান-লুক্সেমবার্গ অভিনেত্রী ভিকি ক্রিপস, আমেরিকান চলচ্চিত্র সমালোচক, পরিচালক ও লেখক টড ম্যাকার্থি। 

ফরাসি চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সুলেমান’ পেয়েছে দুটি পুরস্কার। আফ্রিকান দেশ গিনি থেকে প্যারিসে আসা একজন অভিবাসীর টিকে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে এতে। পরিচালক বরিস লোজকাইন পেয়েছেন জুরি প্রাইজ আর তাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আবু সনগারে। যৌথভাবে সেরা পরিচালক হয়েছেন ইতালির রবার্তো মিনারভিনি (দ্য ড্যামড) ও জাম্বিয়ার রুঙ্গানো নিয়োনি (অন বিকামিং আ গিনি ফাউল)। ‘হলি কাউ’ নির্মাণের কারণে ইয়ুথ অ্যাওয়ার্ড উঠেছে লুইস কুরভয়জিয়ের পকেটে। স্পেশাল মেনশন পেয়েছে সৌদি আরবের তৌফিক আল জায়দি নির্মিত নোরাহ। শেমলেসে অনবদ্য অভিনয়ের কারণে সেরা অভিনেত্রীর পদক অনুসূয়ার হাতে। কলকাতায়ই বড় হয়েছেন অনসূয়া। পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নিজের এ অর্জনকে তিনি উৎসর্গ করেছেন পৃথিবীর প্রান্তিক মানুষের প্রতি। 

এবারের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। ২৯ মে থেকে আগামী ৪ জুন পর্যন্ত প্যারিসের আরল্যুকাঁ প্রেক্ষাগৃহে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত ১৮টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। 

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন