আইপিএলে সানরাইজার্স-নাইট রাইডার্স ফাইনাল

ক্রীড়া ডেস্ক

ছবি: ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে সানরাইজার্সের সামনে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারাও উঠেছে ফাইনালে। রোববার চেন্নাই ফাইনালে লড়বে কেকেআর ও সানরাইজার্স।

 

আজ আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৫ রান তোলে সানরাইজার্স। হাইনরিখ ক্লাসেন ৩৪ বলে ৫০, রাহুল ত্রিপাঠি ১৫ বলে ৩৭ ও ট্রাভিস হেড ২৮ বলে ৩৪ রান করেন। জবাব দিতে নেমে ৭ উইকেটে মাত্র ১৩৯ রান তুলতে সমর্থ হয় রাজস্থান রয়্যালস। ধ্রুব জুরেল ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। শাহবাজ আহমেদ ২৩ রানে তিনটি ও অভিষেক শর্মা ২৪ রানে দুটি উইকেট নেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন