৫ জুন বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

জাতীয় সংসদে আগামী ৫ জুন বসছে বাজেট অধিবেশন। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাস হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।

এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শুরুর পরদিন ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে তার প্রথম বাজেট। তাছাড়া বাজেট অধিবেশন হওয়ায় এবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে। তবে সংসদ কতদিন চলবে, অধিবেশন শুরুর আগে সংসদের কার্যোপদেষ্টা বৈঠকে তা নির্ধারণ করা হবে। 

অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বাজেট সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উত্থাপনের প্রস্তুতি চলছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৩ মে বাজেটের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরদিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মকর্তারা কর রাজস্বসহ অন্যান্য সম্পদ আহরণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান। পরবর্তী সময়ে সরকারপ্রধান বাজেট পরিকল্পনা নিয়ে কী ধরনের নির্দেশনা দিয়েছেন সে প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, এবারের বাজেটে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রফতানি পণ্যের বৈচিত্র্যকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রসঙ্গ অগ্রাধিকারে থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন