খাগড়াছড়িতে ট্রাকের ধাক্কায় গণপূর্তের প্রকৌশলী আহত

বণিক বার্তা প্রতিনিধি, খাগড়াছড়ি

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর জিপ। এ সময় গাড়িতে আটকা পড়েন নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহমেদ। তার মুখ, বুকের বাঁ পাশসহ শরীরের কয়েকটি স্থানে আঘাত লাগে। আহত হয়েছেন গাড়ি চালকও। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে নিজ কর্মস্থলে ফিরছিলেন প্রকৌশলী জহির উদ্দীন আহমেদ। পথে গুইমারায় নির্মাণাধীন মডেল মসজিদ, মাটিরাঙ্গা মডেল মসজিদসহ কয়েকটি চলমান ও বাস্তবায়িত উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাকে বহনকারী জিপটি মাটিরাঙ্গার সাপমারায় পৌঁছলে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জিপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ধোঁয়া বের হতে থাকে ইঞ্জিন থেকে। পরে সড়কে চলাচলকারী কয়েকজন গাড়ির দরজা ভেঙে নির্বাহী প্রকৌশলী ও চালককে উদ্ধার করেন। পরে তাদের দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমানে আহতরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মহিমা বড়ুয়া।

চিকিৎসক সুবল জ্যোতি চাকমা ও পূর্ণ জীবন চাকমা হাসপাতালে থেকেই তাদের চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন