ইউরোপে কোচদের হালচাল

কে বরখাস্ত হচ্ছেন কে নতুন দায়িত্বে

ক্রীড়া ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চলতি মৌসুম শেষের পথে, আরেকটি মৌসুম আসন্ন। সময় ইউরোপের ক্লাবগুলোয় চলছে কোচ বদলের হিড়িক। কেউ ছাঁটাই হচ্ছেন, কেউবা আবার যাচ্ছেন নতুন ক্লাবে।

জুভেন্টাসকে ইতালিয়ান কাপের শিরোপা জেতানোর দুদিন পরই ছাঁটাই হলেন দলটির হেড কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। আটালান্টাকে - গোলে হারিয়ে ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয় তুরিনের দলটি। ওই ম্যাচ চলাকালে রেফারির দিকে তেড়ে যান অ্যালেগ্রি, পরে নিজ দলের ক্রীড়া পরিচালককেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন। দুটি ঘটনায় ক্ষুব্ধ হয়ে অ্যালেগ্রিকে ছাঁটাই করে জুভেন্টাস।

এদিকে, নেদারল্যান্ডসের ক্লাব হীরেনভিনের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রবিন ফন পার্সি। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়া পার্সি ডাচ ক্লাব ফেনুর্ডের সহকারী কোচ হিসেবে অনূর্ধ্ব-১৮ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিলেন। এবার হচ্ছেন হেড কোচ।

পার্সির দেশের ক্লাব ফেইনুর্ডের হেড কোচের পদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হেড কোচ হচ্ছেন আর্নে স্লট। তিনি নিজেই জানিয়েছে কথা। জার্মান কোচ ইয়ুর্গেন ক্লোপ চলতি মৌসুম শেষে বিদায় নিচ্ছেন। আজই লিভারপুলের কোচ হিসেবে তার শেষ ম্যাচ। ফেইনুর্ডের সঙ্গে চুক্তি থাকায় ৯৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিয়ে স্লটকে আনছে লিভারপুল। অল রেডরা যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়ে ঘোষণা দেয়নি। ফেইনুর্ড বিদায়ের ঘোষণাটা দিয়েই ফেলেছে। তারা বলেছে, ‘আর্নে স্লট অধ্যায় শেষ হতে চলল। তার আগে শেষটা উপভোগ করি।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে যাচ্ছেন টমাস টুখেল। বাভারিয়ানরা এবার লিগ শিরোপা হারিয়েছে লেভারকুসেনের কাছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে। সংগত কারণেই বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে টুখেলের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন