বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-থাইল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন (-গ্রুপ) হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। আজ দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ রানার্সআপ নেপাল খেলবেবি গ্রুপ চ্যাম্পিয়ন কেনিয়ার, যারা গতকাল রাতের ম্যাচে হারায় উগান্ডাকে।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর চলছে। গত তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। এবারো শিরোপা ধরে রাখতে চায় স্বাগতিকরা। সেমিফাইনাল ম্যাচের আগে গতকাল দিনের পুরোটা সময় হোটেলে বিশ্রামে ছিল দল। তবে সন্ধ্যায় জিম সেশনে অংশ নেন মিজানুর, রাজিব, আরদু, আল আমিন, ইয়াসিনরা। জিমে ঘণ্টা দুই ঘাম ঝরায় বাংলাদেশ।

সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচ সুবিমল চন্দ্র দাস বলেন, ‘সেমিফাইনালে নামার জন্য আমার দল প্রস্তুত আছে। থাইল্যান্ড নিঃসন্দেহে ভালো দল। তবে আমরাও সেরা প্রস্তুতি নিয়ে টুর্নামেন্ট খেলছি। গ্রুপ পর্বের মতো ম্যাচেও দল নিজেদের সেরাটা দিয়ে লড়বে এবং আমরা ভালো খেলে জিতেই ফাইনালে যাব।

থাইল্যান্ড গ্রুপ পর্বে দুর্দান্ত সব ম্যাচ খেলে উঠে এসেছে সেমিফাইনালে। তবে প্রস্তুতির দিক থেকে নিজেদেরও পিছিয়ে রাখছেন না বাংলাদেশের আরেক কোচ আব্দুল জলিল। থাইদের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামার আগে আব্দুল জলিল বলেন, ‘দলের সবাই সুস্থ আছে। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। গ্রুপ পর্ব থেকেও আমাদের দল ভালো খেলছে। প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ড অনেক শক্তিশালী। ওরা বিদেশী কোচের অধীনে আসরে খেলছে। গত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ওরা ছিল তৃতীয় স্থানে। এবার তারা মরণ কামড় দিতে চায়। তবে আমরাও সতর্ক আছি। থাইল্যান্ডকে হারিয়ে দল শুধু ফাইনালেই উঠবে না, গত তিন আসরের মতো এবারো আমরাই চ্যাম্পিয়ন হব।

বাংলাদেশের অতি পরিচিত পুরনো প্রতিপক্ষ থাইল্যান্ড। দলের শক্তিমত্তা এবং দুর্বল দিক সম্পর্কে ভালোই জানেন লাল-সবুজদের অভিজ্ঞ রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। সেমিফাইনাল ম্যাচ প্রতিপক্ষ থাইল্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘কাবাডি কিন্তু এখন আর আগের জায়গাতে নেই। এখন সব দলই শক্তিশালী, কঠিন প্রতিপক্ষ। থাইল্যান্ড ভালো খেলে সেমিফাইনালে এসেছে। থাইল্যান্ডকে নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা আমাদের খেলায় ফোকাস করতে চাই। আপাতত আমাদের সব ভাবনা সেমিফাইনাল ম্যাচ নিয়ে। সেখানে জয় পেলে পরে ফাইনাল নিয়ে ভাবব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন