আকাশজুড়ে আলোর খেলা

ছবি : বণিক বার্তা

দেখে মনে হবে গোটা আকাশটাকে যেন নিজের ক্যানভাস ভেবে মনের সুখে রঙে চুবিয়ে দিয়েছে কোনো শিল্পী। কখনো গাঢ় লালচে গোলাপি আভা, কখনো নীল-সবুজ আলো! হঠাৎ করে মনে হতেই পারে এ নিস্বর্গ যেন পৃথিবী নয় মহাবিশ্বের অন্য কোনো প্রান্ত। মূলত ইউরোপ-আমেরিকার বিস্তৃত অঞ্চলজুড়ে আকাশে দেখা গেছে সুমেরু জ্যোতি, যার পোশাকি নাম অরোরা বোরিয়ালিস। কেউ কেউ বলেন নর্দান লাইটস। প্রায় প্রতি বছরই উত্তর গোলার্ধের কাছাকাছি মেরুপ্রভা দেখা যায়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিগত দুই দশকে এমন বিস্তৃত অঞ্চলজুড়ে অরোরা বোরিয়ালিস দেখার সুযোগ হয়নি কারো। এপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন