দেশে ফিরেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’য়ের মালিক

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গ্রেফতার করা হয় তাকে। 

গতকাল সোহেল সিরাজকে আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আগুনের ঘটনায় এ নিয়ে সাতজন গ্রেফতার হলো।

সিআইডি জানায়, বিমানবন্দরে নামার পরই অভিবাসন পুলিশ সোহেল সিরাজকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করে। বেইলি রোডে আগুন লাগার পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের এসআই নিজামউদ্দিন ফকির জানান, বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন