আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক বাজারে আরো এক দফা বেড়েছে স্বর্ণের দাম। ডলারের ‍দুর্বল বিনিময় হার এবং মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কায় চাহিদা বৃদ্ধি এক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৮২ ডলার ২৭ সেন্টে উন্নীত হয়েছে। এর আগে গত শুক্রবার ধাতুটির বাজারদর বেড়ে ২ হাজার ৪৩১ ডলার ২৯ সেন্টে উঠে গিয়েছিল, যা ইতিহাসের সর্বোচ্চ। অন্যদিকে গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৩৯৭ ডলার ৭০ সেন্টে উঠেছে।

বাজার ‍পর্যবেক্ষকরা জানান, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চলতি বছরের শুরু থেকেই আকাশচুম্বী হয়ে ওঠে স্বর্ণের দাম। নতুন করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ধাতুটির বাজারকে আরো ঊর্ধ্বমুখী করে তুলেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতে ক্রমাগত বাড়ছে ঝুঁকি। এমন বাস্তবতায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বাড়ছে স্বর্ণের চাহিদা। 

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন জানান, ‌ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় সম্প্রতি স্বর্ণের দাম বেড়েছে। তবে ধাতুটির বাজারদর এর অনেক আগ থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় বিপুল পরিমাণে স্বর্ণ কেনার প্রবণতা এবং সুদহার কমার আশায় ধাতুটির বাজারে ঊর্ধ্বমুখী ধারা তৈরি হয়। সিটি গ্রুপের প্রাক্কলন অনুযায়ী, ৬-১৮ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি তিন হাজার ডলারে উঠতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন