সমুদ্রপথে রাশিয়ার জ্বালানি তেল রফতানি এক বছরের সর্বোচ্চে

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

রাশিয়া সমুদ্রপথে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। ওই সময় দেশটির প্রধান বন্দরগুলো থেকে রফতানি প্রবাহ ছিল রেকর্ডের কাছাকাছি। খবর আরটি। 

সংশ্লিষ্ট সূত্রে তথ্য বলছে, ১৪ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে রাশিয়া সমুদ্রপথে দৈনিক ৫ লাখ ৬০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে, যা ২০২৩ সালের মে মাসের পর সর্বোচ্চ। ওই সপ্তাহে মোট দৈনিক রফতানির পরিমাণ ছিল ৩৯ লাখ ৫০ হাজার ব্যারেল।

ওপেক প্লাস লম্বা সময় ধরেই বাজার নিয়ন্ত্রণে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ কমাচ্ছে। জোটের সদস্য হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে রফতানি কমাতে সম্মত হয়েছিল রাশিয়া। জোটের সঙ্গে চুক্তি অনুযায়ী, জানুয়ারি-মার্চ পর্যন্ত দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে রফতানি কমানোর কথা জানায় দেশটি। জ্বালানি তেল কোম্পানিগুলোকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) উত্তোলন কমানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ওপেক প্লাসের উত্তোলন কমানোর লক্ষ্যমাত্রা অর্জনেই মূলত এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলার কারণে বিপাকে পড়েছে রাশিয়ার জ্বালানি তেল খাত। এ হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিশোধনাগার পুড়ে গেছে। ফলে উৎপাদন অপ্রত্যাশিতভাবে কমে যেতে পারে বলে ধারণা করছেন বাজার পর্যবেক্ষকরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন