ভারতে লোকসভা নির্বাচন আগামীকাল

বণিক বার্তা অনলাইন

ছবি : আল জাজিরা

ভারতে সাতটি ধাপে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) এ নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। লোকসভার ৫৪৩ আসনের জন্য এ নির্বাচনকে বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে গণ্য করা হয়। খবর আল জাজিরা।

এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৯০ লাখ, তাদের ভোটে বিজয়ী দল বা জোট পরবর্তী সরকার গঠন করবে। ৪৪ দিন ধরে ৫৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোট গণনার পর আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

লোকসভা নির্বাচনে জাতীয় ও আঞ্চলিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ও প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ২৬ দলীয় জোট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইনডিয়া)।

স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়ে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। দ্বিতীয় ধাপের ভোট ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন