৯৯৯-এ ২ হাজার বার কল করে জেলে

বণিক বার্তা অনলাইন

ছবি: স্কাই নিউজ

তিন বছরে ৯৯৯-এ দুই হাজার বার কল করেছেন এক নারী। ঘটনাটি যুক্তরাজ্যের। উত্তর লন্ডনের হ্যারো থেকে ৫৬ বছর বয়সী সোনিয়া নিক্সন ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে জরুরি সেবা নম্বরে কল করার জন্য ১৭টি ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন। তাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। ২২ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর স্কাই নিউজ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের মতে, শুধু ২০২৩ সালেই ওই নারী ১১৯৪ বার জরুরি সেবা নম্বরে কল করেছিলেন। ওই বছর তাকে পুলিশ বাহিনীতে শীর্ষ তিন কলারের একজন করে তোলে।

সোনিয়া নিক্সনকে জানুয়ারিতে কমিউনিকেশন অ্যাক্ট ২০০৩-এর ৬৬৮ বার বিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং ৬৭০টি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়ার পরে তিনি একজন অফিসারকে বর্ণবাদী গালি দেন। জাতিগত উত্তেজনার ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ অনুমান করছে, ওই নারীর ক্রমাগত আপত্তিকর কর্মকাণ্ডের জন্য পাঁচ মাসেই বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ পাউন্ড খরচ হয়েছে। ৯৯৯ সিস্টেমের এই অপব্যবহারের ফলে অপারেটররা প্রকৃত জরুরী পরিস্থিতিতে কত দ্রুত সাড়া দিতে পারে তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন