পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে নারীর মরদেহ উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এদিকে মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে নামানো হলে আধাঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে এই হিলি রেলস্টেশনে এই ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সকাল সোয়া ৪টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা পার হচ্ছিল। এ সময় স্থানীয়রা ট্রেনের ইঞ্জিনের সামনে এক নারীকে ঝুলে থাকতে দেখে চিৎকার করছিলেন। ট্রেনের চালক বিষয়টি বুঝতে পেরে হিলি রেল স্টেশনে ট্রেন থামান।  এতে করে এই পথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশন ছেড়ে চলে যায়। আধাঘন্টা পর এই পথ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন