এমন কোনো ঈদ নেই যেদিন আমি হাসপাতালে যাইনি: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মন্ত্রী হওয়ার আগেও আমি হাসপাতাল পরিদর্শন করেছি৷ এমন কোনো ঈদ নেই যেদিন আমি হাসপাতালে যাইনি। এমন কোনো দুর্গাপূজা নেই যেদিন আমি হাসপাতালে যাইনি৷ আমি আগে হাসপাতালে যেতাম, তারপর উৎসবে যেতাম৷ এই চিন্তা থেকেই আমি এবারও ঈদ ছুটিতে হাসপাতাল পরিদর্শনে গিয়েছি। যাতে কর্তব্যরত ডাক্তার নার্সরা আমাকে দেখে উৎসাহ পান। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পান৷

সোমবার (১৫ এপ্রিল) সকালে স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন৷

মন্ত্রী বলেন, ঈদ ছুটিতে আমি প্রতিদিনই হাসপাতাল পরিদর্শনে গিয়েছি৷ আমি প্রতিটা হাসপাতালে ডাক্তার-নার্সদের পেয়েছি। সিনিয়র কনসালটেন্টদেরও পেয়েছি। আমি মনে করি, এই ঈদ এবং নববর্ষের বিশাল ছুটিতে সমগ্র বাংলাদেশের চিকিৎসা সেবায় কোনো অসুবিধা হয়নি। হাসপাতালের কার্যক্রমও ভালোভাবে চলেছে৷

সচিবালয়ের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা তার বক্তব্যে বলেন, ঈদের এই দীর্ঘ ছুটিতে আমরা চেষ্টা করেছি শুধু ঢাকা শহরে নই, প্রতিটা প্রান্তিক জনগণ যেন চিকিৎসা সেবা পান৷ আমরা প্রতিটা হাসপাতালের পরিচালকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি৷ সেজন্য কোথাও থেকে কোন অভিযোগ আসেনি৷ আমি মনে করি, এই ছুটিতে প্রান্তিক মানুষও সঠিক স্বাস্থ্য সেবা পেয়েছে৷

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন