জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) নতুন সহায়ক কমিটি গঠন করা হয়েছে। লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক মনিরুল হক খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, প্রশাসক সুব্রত কুমার দে বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ধারা ১৮-এর উপধারা ২/ক এ প্রদত্ত ক্ষমতাবলে নাসিবে এ সহায়ক কমিটি গঠন করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন মো. আব্দুল হামিদ, স্বত্বাধিকারী মোহনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ময়মনসিংহ।
মো. সফিকুল ইসলাম, স্বত্বাধিকারী রাজশাহী সিলক গার্মেন্টস। হাজি আব্দুস সাত্তার, স্বত্বাধিকারী মেসার্স সাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ব্রাহ্মণবাড়িয়া। মো. খলিলুর রহমান, প্রো. এম কে এন্টারপ্রাইজ, জামালপুর।
লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক মনিরুল হক খান বলেন, ‘সংগঠনটি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। একটি স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যবসায়ী ও ব্যবসার প্রসার ঘটাতে কমিটি বদ্ধপরিকর।’- বিজ্ঞপ্তি