ট্রান্সকমের সাবেক পরিচালক আরশাদ ওয়ালিউর রহমানের মরদেহ তোলা হবে —পিবিআই

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগে করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শুরুর অংশ হিসেবে সিমিন রহমান ও মামলার বাদী শাযরেহ হকের ভাই ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমানের মরদেহ ময়নাতদন্ত করার উদ্যোগ নিয়েছে তারা। 

পিবিআই ঢাকা উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, ‘আরশাদের মরদেহ বনানী কবরস্থান থেকে তুলতে একজন ম্যাজিস্ট্রেট চেয়ে আদালতে আবেদনের প্রস্তুতি চলছে।’ 

২০২৩ সালের ১৬ জুন ঢাকার গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউর রহমানকে পাওয়া যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান। 

সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক ভাই হত্যার অভিযোগে ২১ মার্চ গুলশান থানায় একটি মামলা করেন। এর আগে আরো তিনটি মামলা করেছিলেন তিনি। সেগুলোয় অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগ আনেন, যেখানে আসামি করা হয়েছে তার মা, বোন, ভাগ্নেসহ আটজনকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন