ফিলিপাইনের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৮

নিজস্ব প্রতিবেদক

ছবি: রয়টার্স

ফিলিপাইনে একটি সোনার খনির গ্রামে এক সপ্তাহ আগে হওয়া ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা রেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসের ওই ঘটনায় এখনো আরো ৫১ জন নিখোঁজ রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও দে ওরো প্রদেশের মিন্দানাও দ্বীপের মাসারা গ্রামে ভূমিধসের এ ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা জানান, এখন আর কাউকে জীবিত পাওয়ার আশা করছেন না তারা। 

শুক্রবার তিন বছরের একটি মেয়ে শিশুকে কাদা থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।কাদার স্রোতের নিচে চাপা পড়ার ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার পাওয়ার এ ঘটনাকে অলৌকিক হিসেবে বর্ণনা করেছেন উদ্ধারকর্মীরা।  

দাভাও দে ওরো প্রদেশের দুর্যোগ সংস্থার কর্মকর্তা এদোয়ার্দ মাকাপিলি জানান, ওই সময় এ ঘটনা উদ্ধারকর্মীদের মধ্যে আশা জাগিয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আশা মিলিয়ে গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ভূমিধসের ওই ঘটনা ঘটে। এতে ৫৫টি বাড়ি, তিনটি বাস এবং একটি জিপনি বাস কাদার ঢলের নিচে চাপা পড়েছিল। এ যানগুলো সোনার খনির শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে।

পাহাড়ি ভূখণ্ড, ভারি বৃষ্টিপাত এবং খনি ও অবৈধ কাঠ আহরণের জন্য বন উজাড়ের কারণে ফিলিপাইনে ঘন ঘন ভূমিধসের ঘটনা ঘটে। 





এই বিভাগের আরও খবর

আরও পড়ুন