মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লি. (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। গতকাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট ‘মেসার্স নিউ বিসমিল্লাহ ট্রেডার্স’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জিয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, মেসার্স নিউ বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢালাই স্পেশাল সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরো সুদৃঢ়। তাই দ্রুত যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকর।