মাঝ আকাশে খুলে গেল দরজা, ১৭১ বোয়িংয়ের যাত্রা বাতিল

বণিক বার্তা অনলাইন

ছবি: হিন্দুস্তান টাইমস

মাঝ আকাশে দরজা খুলে পড়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হলেন এক বোয়িং ৭৩৭ ম্যাক্স-৯ উড়োজাহাজের পাইলট। এর পরপরই বসিয়ে রাখা হয় ১৭১টি বোয়িং। খবর বিবিসি।

দুর্ঘটনায় আক্রান্ত ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড থেকে উড্ডয়ন করার কয়েক মিনিট পর এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় যাত্রীবাহী উড়োজাহাজটি ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহরের উদ্দেশে যাত্রা করে।

জরুরি অবতরণের পরপরই মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িংয়ের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়। যার কারণে প্রভাবিত হয়েছে ১৭১টি ফ্লাইট।

জরুরি অবতরণকারী ফ্লাইটটি পরিচালনা করছিল আলাস্কা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি জানায়, শনিবার প্রায় ৬০টি ফ্লাইট বাতিল হতে পারে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, পোর্টল্যান্ড থেকে অন্টারিওগামী এস১২৮২ বিমান উড্ডয়নের পরপরই সন্ধ্যায় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। বিমানটি ১৭১ যাত্রী এবং ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। কী হয়েছিল আমরা সেটি তদন্ত করছি। বিস্তারিত তথ্য জানা গেলে সেটি প্রকাশ করা হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন