প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ইতি চিত্রা’

সাবিহা জামান শশী

রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু ছবি: রাইসুল ইসলাম অনিক

তরুণ নির্মাতা ও শিল্পীদের সমারহ সময়ের সঙ্গে বাড়ছে দেশের বিনোদন অঙ্গনে। এ সময়ে এসে তরুণরা অনেক কাজ করছে। এর মধ্যে অনেক কাজই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। অনেক নির্মাতাই তাদের সিনেমার জন্য নতুন মুখ নিয়ে কাজ করে। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক। গতকাল মুক্তি পেয়েছে তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইতি চিত্রা’। নব্বইয়ের দশকে মফস্বলের কলেজপড়ুয়া এক যুগলের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক ঘরানার সিনেমাটি। এতে অভিনয় করেছেন নতুন জুটি রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। এ সিনেমা দিয়ে অভিষেক হলো ঋতুর। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় ইভন।

চলতি মাসের শুরুতে ইতি চিত্রার পোস্টার মুক্তি পায়। রোমান্টিক ঘরানার সিনেমাটির পোস্টারটিতে সে আবহ ফুটে উঠেছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে চলে আলোচনা। সিনেমাটি মুক্তির পর দর্শক মহলে প্রশংসা পাচ্ছে নতুন এ জুটি। ইতি চিত্রা সিনেমাটি প্রসঙ্গে ইভন বলেন, ‘‌এ প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম। নার্ভাসনেস ও এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। ভয়ও লাগছে। আমরা আমাদের কাজ করেছি। এখন দর্শকের রায় দেয়ার পালা।’

সিনেমাটি নিয়ে নতুন নায়িকা ঋতু বলেন, ‘‌পুরো বিষয়টা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আমার কাছে একটা কল আসে—বলা হয় অভিনয় করব কিনা। আমি কখনো অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম না, কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি কিন্তু আজ আমি একটা পুরো সিনেমা শেষ করে ফেললাম। এটা আমার প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে শেষ মুহূর্ত পর্যন্ত। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। এখন দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য অপেক্ষা করছি।’

নতুন জুটি প্রসঙ্গে বলতে গিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘গল্পের প্রয়োজনেই দুজন নতুন মুখকে নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে দর্শকের ভালোবাসা পাচ্ছি। সিনেমার টিজার ও ট্রেলার থেকেও দর্শকের কাছ থেকে ইতিবাচক ধারণা পেয়েছি।’

নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে ইভন বলেন, ‘ইতি চিত্রা আমার প্রথম চলচ্চিত্র। আমার চরিত্রের নাম মাশুক, আমি চেষ্টা করেছি মাশুক চরিত্রটি ফুটিয়ে তোলার। আমি ইভন থেকে মাশুক হয়ে ওঠার পেছনে সিনেমাটোগ্রাফার ফরহাদ ভাই, নরেশ দা, রিতু এবং বিশেষ করে আমার সিনেমার পরিচালক রাইসুল ইসলাম অনিক ভাই অনেক বেশি সাহায্য করেছে।’ 

অন্যদিকে, রাইসুল ইসলাম অনিক নির্মাণের সঙ্গে যুক্ত থাকলেও এটি তার পরিচালিত প্রথম সিনেমা। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। সিনেমার জন্য গল্পটা ঠিক করেছিলেন ২০১০ সালে। এক যুগ পর সিনেমার স্বপ্ন পূরণ হচ্ছে তার। প্রথম পরিচালিত সিনেমা ইতি চিত্রা নিয়ে অনিক বলেন, ‘ইতি চিত্রা সপরিবারে দেখার মতো একটি মিষ্টি প্রেমের গল্প। আমি ও আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের। গল্পের প্রয়োজনেই নতুন মুখ নিয়ে কাজ করেছি।’

অভি কথা চিত্রের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গী প্রডাকশনস। ইভন-ঋতু ছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ। আজ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইতি চিত্রা। গত ২৫ সেপ্টেম্বর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন