বরিশালে সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে বিক্ষোভ

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের খবর সংগ্রহকালে সাত সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই চিকিৎসকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন সাংবাদিকরা। বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রীসহ স্থানীয় সব দপ্তরে পাঠানোর ঘোষণা দেন বিএফইউজের কেন্দ্রীয় নেতারা। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহসভাপতি আফরোজা আক্তার পিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য নূরে জান্নাত সীমা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. মিরাজ হোসাইন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, হামলার শিকার ফিরোজ মোস্তফা প্রমুখ।

বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, ‘চিকিৎসকদের মধ্যে দুর্বৃত্ত ঢুকে পড়েছে। এজন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় তারা বিদেশমুখী হচ্ছে। এ দুর্বৃত্তরাই ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হামলার পর তদন্ত প্রতিবেদনের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। আমরা অবিলম্বে বিচার দাবি করে জড়িত চিকিৎসকদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রী বরাবর পাঠাব। স্থানীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সব দপ্তরে পাঠাব। আমরা বলে যেতে চাই, বিএফইউজের সদস্যদের ওপর হামলা করলে রেহাই পাওয়া যাবে না। তাই জড়িতদের অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করা হোক। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় করা হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন