গ্রুপ স্টাডি

শুধুই বিদেশে উচ্চশিক্ষার পাঠ

মেহেদী মামুন

দেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থী বাড়ার সঙ্গে বাড়ছে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ। এমন প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে হায়ার স্টাডি ক্লাব। সাধারণত সদস্যদের উচ্চশিক্ষাবিষয়ক নানা পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে এ সংগঠনগুলো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব সদস্যদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য একটি ভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। উদ্যোগটির নাম ইংলিশ প্র্যাকটিস ডে বা ইপিডি। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে দিনে দিনে জনপ্রিয় হচ্ছে উদ্যোগটি।

সংগঠকরা প্রতি রোববার বিকাল ৪টা-৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে ক্লাবের সাপ্তাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইংলিশ প্র‍্যাকটিস বাস্তবায়ন করেন। ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য ইংরেজিতেই ঘণ্টাব্যাপী চলে কথোপকথন। এতে আইইএলটিএসের সিলেবাস হিসেবে লিসেনিংয়ের জন্য গুগল পডকাস্ট, রিডিং এবং রাইটিং স্কিল বাড়ানোর জন্য Readtheory.org থেকে অনুচ্ছেদ এবং যেকোনো বিষয়ের ওপর নিজের মনোভাব প্রকাশ করার জন্য ইংরেজিতে কথা বলা হয়। 

এছাড়া প্রতি বুধবার গ্রুপ স্টাডি ডে সেশন আয়োজন করে থাকে সংগঠনটি। অনলাইনভিত্তিক এ সেশনে অন্তর্ভুক্ত থাকে বিভিন্ন সফট স্কিল, যেমন মাইক্রোসফট অফিস, প্রোগ্রামিং সফটওয়্যার, পাবলিক স্পিকিং, ভোক্যাবুলারি ইত্যাদি বিষয়। ইপিডিকে সুন্দর উদ্যোগ দাবি করে সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘‌সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা সবাই বেসিক ইংরেজি জানা সত্ত্বেও কারো সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে ভয় পাই। আমাদের অনেক বেশি জড়তা কাজ করে। আর এ জড়তা কাটানোর অন্যতম প্লাটফর্ম হলো জেইউএইচএসসির ইপিডি প্রোগ্রাম। এখানে খুব সহজভাবে ইংরেজি প্র্যাকটিস করা যায়। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে গুগল পডকাস্ট দেয়া হয়। সেখানে লিসেনিং, রিডিংসহ সব অপশন থাকে।’

ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ জানান, সংগঠনের লক্ষ্য অনুযায়ী উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার চেষ্টা করে থাকেন তারা। বিদেশে যেতে বা আইইএলটিএসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় ইংরেজির গুরুত্ব বিবেচনা করে ইপিডির উদ্যোগ নিয়েছে হায়ার স্টাডি ক্লাব। সামনের দিনে এর সুফল মিলবে বলেও আশাবাদী তিনি। ইপিডির উদ্যোগের প্রশংসা জানিয়েছেন এর সঙ্গে যুক্ত শিক্ষকরাও। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘‌শিক্ষার্থীদের জন্য হায়ার স্টাডি ক্লাবের এ উদ্যোগ স্নাতক শেষ করার আগে অনেক শিক্ষার্থীকে মনোবল জোগাবে। একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া শিক্ষার্থীরা সীমানা ছাড়িয়ে যাক। আর তা বাস্তবায়নে হায়ার স্টাডি ক্লাবের এ কর্মকাণ্ডে আমি দারুণ আনন্দিত।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন