বুড়িমারীতে ৩ ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ

বণিক বার্তা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধ পথে আসা তিন ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে উন্নতমানের শাড়ি, থ্রিপিস, আন্ডারগার্মেন্ট ও চশমাসহ বিভিন্ন ধরনের পণ্য। গত সোমবার রাতে স্থলবন্দরের কলাবাগান ও বুড়িমারী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ভুটান ও ভারত থেকে আমদানি করা পাথরবোঝাই তিন ট্রাক থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিস্তা-২ বিজিবি-৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার মো. বাইরোন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাথরবোঝাই তিনটি ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, আন্ডারগার্মেন্ট, চশমাসহ নানা পণ্য আনা হয়েছে। পরে বিজিবির দুটি টিম কলাবাগান ও বুড়িমারী ঢাকা কোচ স্ট্যান্ডের পাশ থেকে ট্রাক তিনটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। সেগুলো থেকে জব্দ করা কাপড়সহ সব পণ্যই ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আমদানি করা পাথর ও ট্রাক তিনটি বিজিবি হেফাজতে রয়েছে।   

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের উপকমিশনার (ডিসি) মো. বিল্লাল হোসেন বলেন, ‘যাবতীয় কার্যক্রম শেষে ওই তিন প্রতিষ্ঠানের তিনটি ট্রাক পাথর আউটপাস নিয়ে নিজ নিজ মাঠের আনলোড পয়েন্টের উদ্দেশে চলে গেছে। কিন্তু বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে আমদানি করা পাথরের ট্রাকের ভেতরে কাপড় আনা হয়েছে জানতে পেরে গাড়িগুলো তাদের হেফাজতে নেয়। পাথরের ভেতরে কাপড়ও পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ তিনি বলেন, ‘চোরাচালান রোধে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আমদানি-রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, বিজিবি, স্থলবন্দর কর্তৃপক্ষসহ অন্যান্য অংশীজন নিয়ে জরুরি সভার আহ্বান করা হয়েছে।’

জানতে চাইলে তিস্তা-২ বিজিবি-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খান বলেন, ‘ভারতীয় তিন ট্রাকে পাথরের ভেতরে অবৈধভাবে আনা উন্নতমানের শাড়ি, থ্রিপিস, আন্ডার গার্মেন্টস, চশমাসহ অন্য সামগ্রী সিজার লিস্ট করে পাটগ্রাম শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৩ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা।’   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন