
রাজবাড়ীর পাংশায় পদ্মার চর থেকে আবজাল খাঁ (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পাংশা থানা পুলিশ। নিহত আবজাল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খাঁর ছেলে।
নিহত আফজাল খাঁর বাবা কাশেম খাঁ বলেন, ‘বুধবার বাড়ি থেকে নিখোঁজ হয় আমার ছেলে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যার পর জানতে পারি পদ্মা নদীর চরে আফজালের মরদেহ পাওয়া গেছে।’ রাজবাড়ীর সহকারী সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।