৭ মার্চের ভাষণের গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় ‘‌ রেডিও ’

সাবিহা জামান শশী

রেডিও সিনেমার দৃশ্যে অভিনেতা ও অভিনেত্রীরা ছবি: অনন্য মামুন

বাংলাদেশের ইতিহাসের অন্যতম অধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ঐতিহাসিক এ ভাষণকে কেন্দ্র করে অনন্য মামুন নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেডিও’। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় প্রায় ১৫ বছর পর একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মমকে। 

সিনেমাটি নিয়ে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘‌সিনেমার সেন্সর আসার পর আমরা মুক্তির তারিখ ঘোষণা করব। আমার মনে হয় ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণ নিয়ে সিনেমা নির্মাণের দরকার ছিল। আমার কাছে মুক্তিযুদ্ধ মানে অনেক কিছু। এজন্য সিনেমাটা করা। বিস্তৃত এলাকাজুড়ে পানিবদ্ধ একটি প্রত্যন্ত গ্রামের মানুষের ভাষণ শোনার ঘটনা নিয়ে এগিয়েছে এ সিনেমা। ওই গ্রামের মানুষগুলো সরাসরি জাতির পিতার ভাষণ শুনতে চায়, কিন্তু তাদের পক্ষে ঢাকায় এসে ভাষণ শোনা সম্ভব নয়। ওই সময় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শোনার ক্ষেত্রে ওই গ্রামে রেডিও কীভাবে ভূমিকা রেখেছিল, সেটা নিয়েই এর গল্প। একজন মানুষের কণ্ঠ কীভাবে একটা জাতিকে জাগ্রত করে, তা নিয়েই আমাদের সিনেমা। রেডিও নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, দেখা যাক সামনে কী হয়। সিনেমাটা আমরা দেশের বাইরেও মুক্তির পরিকল্পনা রেখেছি।’

রেডিও সিনেমাটি নিয়ে রিয়াজ আহমেদ বলেন, ‘‌একটা চরের মধ্যে অনেক প্রতিবন্ধকতা পার করে শুটিং করেছি। জাতির পিতার প্রতি ভালোবাসা থেকে আমরা এটা করেছি। এ সিনেমা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সুবিধাবঞ্চিত একটি গ্রামের মানুষের জীবনে জাতির পিতার রেসকোর্স ময়দানে দেয়া ৭ মার্চের ভাষণ কীভাবে প্রভাবিত করেছিল, সেটার ওপর ভিত্তি করে একটা ফিকশন। এতে প্রত্যন্ত গ্রামটির যে মানুষগুলো স্বাধীন বাংলাদেশ চাচ্ছিল, তাদের জীবনের প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ 

সিনেমাটিতে চরিত্র সম্পর্কে জানতে চাইলে রিয়াজ বলেন, ‘‌আমার মনে হয় আমার চরিত্রটা বলার থেকে পর্দায় দেখলে বেশি ভালো হবে। এটা নিয়ে এখনই কিছু বলব না।’

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘‌দারুচিনি দ্বীপ’-এ সর্বশেষ বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছিলেন রিয়াজ আর মম। এ জুটি দর্শক মহলেও গ্রহণযোগ্যতা পেয়েছিল। এরপর প্রায় ১৫ বছর কেটে গেলেও বড় পর্দায় আর কখনো একসঙ্গে দেখা যায়নি তাদের। রেডিওর মধ্য দিয়ে এ জুটিকে অন্যভাবে দেখতে পাবে দর্শক। লম্বা সময় পর সিনেমায় মমর সঙ্গে অভিনয় নিয়ে জানতে চাইলে রিয়াজ বলেন, ‘‌দীর্ঘ সময় পর মমর সঙ্গে এ সিনেমার মধ্য দিয়ে কাজ হলো। সিনেমায় আর অভিনয় না হলেও এর মাঝে অনেক নাটকে মমর সঙ্গে অভিনয় করেছি। আবার রেডিওর মাধ্যমে সিনেমায় অভিনয় করা হলো, ভালো লেগেছে। তবে এটা রোমান্টিক ধারার সিনেমা নয় বরং এখানে প্রত্যেকটি চরিত্র নিজের মতো করে চলেছে।’

রিয়াজ ও মম ছাড়াও রেডিও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী, তানজিলা হক মাইশা, ইলমা হাসিন, শফিউল আলম বাবু, রাশেদ আল মামুন, রওনক রিয়াজ উদ্দিন, জান্নাতুল রশিদ মারিয়াম মম, নীরব শিকদার প্রমুখ। পদ্মার পাড়ের এক দুর্গম গ্রামে সিনেমাটির শুটিং হয়েছে। এর চিত্রনাট্য করেছেন আনন জামান। ক্যামেরায় ছিলেন হৃদয় সরকার। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন