গ্র্যান্ড স্লামে ৩৩তম ও অস্ট্রেলিয়ান ওপেনে দশমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন নোভাক জোকোভিচ। মেলবোর্ন পার্কে আরেকটি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন তিনি। গতকাল সেমিফাইনালে সরাসরি ৭-৫, ৬-১, ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের টমি পলকে। ৩৫ বছর বয়সী জোকারের সামনে এখন দশম শিরোপার হাতছানি। রেকর্ড নয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সার্বিয়ান সুপারস্টার। এদিকে আজ দুপুরে নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা রিবারিকা ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা। ২৩ বছর বয়সী রিবাকিনা দ্বিতীয় ও ২৪ বছর বয়সী সাবালেঙ্কা প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার সন্ধানে খেলবেন আজ।