শেষ হলো ‘প্রহেলিকা’র শুটিং

ফিচার প্রতিবেদক

মাহফুজ ও বুবলী ছবি: চয়নিকা চৌধুরীর ফেসবুক

নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী গত নভেম্বরে সিলেটে তার দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’র শুটিং শুরু করেছিলেন। এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ২২ ডিসেম্বর সিনেমাটির শুটিং শেষ করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন চয়নিকা চৌধুরী। 

সিলেটে দৃশ্যধারণ শেষে ইউনিট নিয়ে নির্মাতা গিয়েছিলেন সেন্ট মার্টিন, একটি রোমান্টিক গানের শুটিংয়ের জন্য। সেখান থেকে ফেরার পথে প্রহেলিকা টিমের সদস্যরা এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাদের বহন করা জাহাজটি কক্সবাজার হয়ে ফিরছিল চট্টগ্রামে। বেলা ২টা ৩০ মিনিটে সেন্ট মার্টিন থেকে যাত্রা করা জাহাজটির রাত ১০টার আগেই কক্সবাজার ফেরার কথা ছিল। তবে সমুদ্র উত্তাল থাকায় সকাল ৬টা পর্যন্ত সময় গড়ায়। পরিচালক চয়নিকা চৌধুরী জানান, ৫ ঘণ্টা ধরে তারা গভীর সমুদ্রে আটকে ছিলেন। সে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘মধ্যসাগরে আমরা আটকে ছিলাম। কী যে গিয়েছে সময়টা! সবাই সৃষ্টিকর্তাকে ডাকছিল।’

সকালে কক্সবাজার ফিরেই গানের শুটিং শেষ করেন প্রহেলিকা সিনেমার সদস্যরা। আর এর মধ্য দিয়েই শেষ হয়েছে সিনেমার শুটিং। চয়নিকা চৌধুরী বলেন, ‘অজানার পথ আবিষ্কার করে অবশেষে পুরো শুটিং শেষ। প্রহেলিকার কাছ থেকে জীবনের সেরাটিই পেয়েছি। এ সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে।’

সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার জিতেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন