তথ্যচিত্রে ধরে রাখা যেতে পারে তিন বোনের গল্প

ফিচার প্রতিবেদক

ছবিতে ববিতা, সুচন্দা ও চম্পা

বাংলাদেশের সিনেমার গর্ব তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। সুচন্দা ও ববিতা দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। চম্পা মাঝে মাঝে অভিনয় করেন সিনেমা ও নাটকে। তিনিও খুব বেশি নিয়মিত নন। তবে কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে তিন বোনকে একসঙ্গে দেখা যায়। সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে তাদের তিন বোনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারা ভোট দিতে বিএফডিসিতে গিয়েছিলেন। সুচন্দা, ববিতা ও চম্পাকে একসঙ্গে প্রথম শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। সুচন্দা বলেন, ‘মূলত আমার আব্বার স্বপ্ন ছিল যেন আমরা তিন বোন একসঙ্গে সিনেমায় অভিনয় করি। এ কারণেই শিবলী ভাইয়ের নির্দেশনায় তিন কন্যা সিনেমায় অভিনয় করা।’

তিন কন্যার পর তাদের তিন বোনের আর একসঙ্গে একই সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। তবে সুচন্দার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত সিনেমা ‘বাসনা’য় ববিতা ও চম্পা একসঙ্গে অভিনয় করেছিলেন। তিন বোনকে নিয়ে মাঝে দু-একজন নির্মাতা একসঙ্গে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছিলেন। এ নিয়ে ববিতা বলেন, ‘আমাদের তিন বোনের আগ্রহ আছে, অবশ্যই ভালো গল্প পেলে সিনেমায় অভিনয় করব। কিন্তু এখন কেন যেন মনে হয়, এটা আর সম্ভব নয়।’

তবে তাদের তিনজনকে নিয়ে যথাযথভাবে একটি তথ্যচিত্র নির্মাণ করা এ সময় জরুরি। এ নিয়ে ববিতা বলেন, ‘তবে তথ্যচিত্র বা ডকুমেন্টারির কথা যদি বলি, সেটাও অনেক গবেষণা করে একদম শতভাগ মনোযোগ দিয়ে কাজটি করতে হবে। তিনজনের একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র যদি থেকে যায়, তবে আগামী প্রজন্মের জন্য তা অনুপ্রেরণা হয়ে থাকবে। জানি না, তথ্যচিত্রটিও করা হবে কিনা।’

চম্পা বলেন, ‘আমার কাছে মনে হয় যে এখনই সময় আমাদের তিন বোনকে নিয়ে যথাযথভাবে একটি তথ্যচিত্র নির্মাণের। আমার কথা না হয় বাদই দিলাম। বাংলাদেশের চলচ্চিত্রে আমার দুই বোন সুচন্দা আপা ও ববিতা আপার যে অবদান আছে তা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদেরই। তাই অনেক গবেষণার পর একটি পারফেক্ট তথ্যচিত্র নির্মাণ এখন সময়েরই দাবি। আমার বিশ্বাস, যদি স্ক্রিপ্ট ও যথাযথ গবেষণাও আমার দুই বোনের পছন্দ হয়, তাহলে তারা তাতে সম্মতি দেবেন। কিন্তু কে নেবে এ উদ্যোগ। জানা নেই আমারও।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন